পাকুন্দিয়ায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
১২ এপ্রিল ২০২৪ ২৩:৪৮
কিশোরগঞ্জ: জেলার পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন। শুক্রবার (১২ এপ্রিল) রাত্রি সাড়ে ৭টার দিকে পাকুন্দিয়ার মরুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- নাঈম মিয়া (২১) ও মো. শরীফ মিয়া (২২)। নাঈম উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের শহিদুল্লাহর ছেলে এবং শরীফ পৌর এলাকার লক্ষ্মীয়া গ্রামের আবু রায়হানের ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলেন- পাকুন্দিয়া পৌরসভার গরুহাটা এলাকার আবুল কালামের মেয়ে লিজা (২৩) ও উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের আবু বক্করের ছেলে ফাহিম (২২)।
পুলিশ জানায়, রাত্রি সাড়ে ৭টার দিকে পাকুন্দিয়া পৌরসভার মরুয়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম ঘটনাস্থলেই মারা যান। আর শরীফকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আহতদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সারাবাংলা/পিটিএম