Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৪ ১৯:২৮

নাটোর: নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের কাছে ব্রিজ পার হওয়ার সময় দিনাজপুরগামী আন্তঃনগর একতা ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয়রা নিহত ব্যাক্তির নাম পরিচয় শনাক্ত করতে পারেনি।

নলডাঙ্গা থানা পুলিশ ও সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ৪টার দিকে উপজেলার বারনই নদীর রেলওয়ে সেতু পার হচ্ছিলেন ৬০ বছর বয়সী এক ব্যাক্তি। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তঃনগর একতা ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করতে পারেনি।

নিহত ব্যক্তির পরনে ছিন নীল রংয়ের লুঙ্গি, সাদা চেক শার্ট ও মুখে সাদা দাড়ি।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোরুজ্জামান বলেন, নিহত ব্যক্তির পরনে ছিল নীল রংয়ের লুঙ্গি, সাদা চেক শার্ট। তার মুখে সাদা দাড়ি রয়েছে। এ ঘটনায় সাস্তাহার রেলওয়ে থানা পুলিশে খবর দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনইউ

ট্রেন দুর্ঘটনা নলডাঙ্গা নাটোর নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর