Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দখলদার সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে: আমীর খসরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৪ ১৮:৫৮ | আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ২০:৫১

চট্টগ্রাম ব্যুরো: ভোটকেন্দ্রে যারা যায়নি এবং যারা গেছে, তাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে দখলদার সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে নগরীর মেহেদিবাগের বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ঈদ মানুষের সবচেয়ে আনন্দের দিন। কিন্তু বাংলাদেশের মানুষ সেভাবে ঈদের আনন্দ করতে পারছে না। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, অধিকাংশ নিম্ন আয়ের মানুষ দু’বেলা খেতে পারছে না। জীবনযাত্রার মান নিচের দিকে যাচ্ছে। আর একটি গোষ্ঠী লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। ব্যাংক লুট করছে। আর নিত্যপণ্য, বিদ্যুৎ, গ্যাস, পানির উচ্চমূল্য দিয়ে, উচ্চহারে ট্যাক্স দিয়ে মানুষকে এর দায় পূরণ করতে হচ্ছে।’

‘এর ফলে মানুষ গরিব হচ্ছে আর তাদের সম্পদ দলীয় কিছু লোকজনের হাতে চলে যাচ্ছে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অধিকারও আজ কিছু মানুষের হাতে চলে গেছে।’

সাংবাদিকের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘ভোটবিহীন নির্বাচনে জোর করে ক্ষমতা দখলের কারণে মানুষ এখন রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক ও সমস্ত অধিকারহীন অবস্থার মধ্যে পড়ে গেছে। দেশের ৯৫ শতাংশ মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে তাদের প্রতিবাদ জানিয়েছে। কিন্তু তারপরও একটি দল, একটি গোষ্ঠী ক্ষমতা দখল করে বসে আছে।’

‘৯৫ শতাংশ মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে নির্বাচনের দিন। আর পাঁচ শতাংশ যারা গেছে তার মধ্যেও বেশিরভাগ বলছে ভোট হয়নি। সুতরাং প্রধানমন্ত্রী ও ওনার কিছু মন্ত্রী ছাড়া এ নির্বাচনে আর কারো কোনো সমর্থন নেই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশকে ফিরে পেতে হলে যে ৯৫ শতাংশ মানুষ ভোটকেন্দ্রে যায়নি আর যারা গেছে তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে পেতে হলে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। এ অবৈধ দখলদার ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত হতে হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাবদিহি থাকবে। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আছে, এই আন্দোলন অব্যাহত থাকবে।’

এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার আহবায়ক আবু সুফিয়ান, জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক খুরশিদ জামিল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক নসরুল কদিরসহ নেতাকর্মীরা ছিলেন।

ঈদের দিন বৃহস্পতিবার সকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী নিজ এলাকা নগরীর উত্তর কাট্টলীর নাজির বাড়ী মসজিদে ঈদের নামাজ আদায় করেন। দিনভর স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর শুক্রবার তিনি মেহেদিবাগের বাসভবনে আসেন।

শুক্রবার সকাল থেকে আমীর খসরুর বাসায় চট্টগ্রাম নগরী ও আশপাশের জেলার নেতাকর্মীরা দলে, দলে ভিড় করতে থাকেন। শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনও যান ঈদের শুভেচ্ছা বিনিময় করতে। দিনভর লোকে লোকারণ্য ছিল খসরুর বাসভবন।

সারাবাংলা/আরডি/এনইউ

আমীর খসরু টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর