Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুল বিজুর মাধ্যমে পাহাড়ের শুরু হলো বৈসাবি উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৪ ১৬:২১ | আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ১৯:৩১

খাগড়াছড়ি: পার্বত্য জেলা খাগড়াছড়িতে শুরু হয়েছে বৈসাবি উৎসব। শুক্রবার (১২ এপ্রিল) ফুল বিজু মধ্যে দিয়ে এই উৎসব শুরু করেন পাহাড়ের তরুণ-তরুণীরা।

এদিন ভোরে ঘুম থেকে উঠে তরুণ-তরুণীসহ সকলেই ফুল তুলে নদীর তীর, নালা, খাল বিল, পুকুর ও কুয়ার ঘাটে বেদি তৈরি করে, বেদিতে ফুল দিয়ে গঙ্গা মায়ের উদ্দেশে প্রার্থনা করে। এটিকে মূলত ফুল বিজু বলা হয়ে থাকে। এর মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করা হয়। সারা বছর সবাই যাতে সুখে-শান্তিতে থাকতে পারে এ সময় সেই প্রার্থনাও করা হয়।

বিজ্ঞাপন

পাহাড়ে যুগ যুগ ধরে চলে আসছে বৈসাবি উৎসব। চাকমাদের প্রথম দিন ফুল বিজু, দ্বিতীয় দিন মূল বিজু অর্থাৎ অতিথি আপ্যায়নের দিন। আর বাংলা নববর্ষের প্রথম দিন (১ বৈশাখ) গুজ্জে পুজ্জের দিন, মানে বিশ্রাম নেওয়ার দিন।

এই দিনে অনেকে বৌদ্ধ বিহারে ভিক্ষুদের বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘদান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডু দানসহ নানান ধর্মীয় কাজ করেন থাকেন।

এদিকে ত্রিপুরাদের প্রথম দিন হারি বৈসু, দ্বিতীয় দিন বৈসুমা ও তৃতীয় দিন বিচি কাতাল বলা হয়। মারমাদের প্রথম দিন সাংগ্রাই, এর পরের দিন আক্য ও তৃতীয় দিন আতাদা বলা হয়। সব মিলিয়ে এই উৎসবটি জাঁকজমক পূর্ণভাবে পালন করা হচ্ছে।

সারাবাংলা/এনএস

খাগড়াছড়ি টপ নিউজ ফুল বিজু বৈসাবি উৎসব

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর