বঙ্গবন্ধুকে কটূক্তি: বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ৩
১২ এপ্রিল ২০২৪ ১১:৩১ | আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ১৬:০৯
নড়াইল: নড়াইলের লোহাগড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগের জের ধরে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তিনজন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতরের রাতে উপজেলার শালনগর ইউনিয়নের মন্ডলভাগ বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— উপজেলার শালনগর গ্রামের মৃত সামাদ খানের ছেলে নাহিদ খান, বেল্লাল শেখের ছেলে আরাফাত শেখ ও আলী হাসানের স্ত্রী মো. রোজিনা খানম।
বিবদমান পক্ষগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার (৮ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত একটি টি-শার্ট পরেন স্থানীয় এক চা দোকানির ছেলে। স্থানীয় বিএনপির কর্মী আকিজের ছেলে ওই সময় বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। স্থানীয় আওয়ামী লীগ কর্মী নাহিদ খান এর প্রতিবাদ জানান। পরে ঘটনাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল কাজী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা টুটুল পর্যন্ত গড়ায়।
পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাবু মিয়া স্থানীয়ভাবে দুই পক্ষকে নিয়ে সালিশে বসেন। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা চেয়ারম্যানের বিচারে অসন্তুষ্ট হয়ে বাগ্বিতণ্ডায় জড়ান।
স্থানীয়রা জানান, এ ঘটনার পর নাহিদকে মন্ডলভাগ বাজারে একা পেয়ে হামলা চালিয়ে আহত করেন বিএনপি কর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলার খবর শুনে পালটা হামলা চালান। ঘটনাস্থলে সংঘর্ষের মাঝে পড়ে আহত হন আরও দুজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আহত নাহিদ বলেন, চেয়ারম্যান নৌকা প্রতীকের হলেও তিনি বিএনপি কর্মীদের প্রশ্রয় দেন। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার বিচার কি শুধু ধমক? আজকের এ ঘটনার মূল হোতা ইউপি চেয়ারম্যান লাবু মিয়া। তিনি পেছনে থেকে কলকাঠি নেড়ে ঘটনাটি ঘটিয়েছেন।
আহত রোজিনা খানম বলেন, ‘আমি বাজারে ওষুধ আনতে গিয়েছিলাম। ঝামেলা চলছিল দেখে তাড়াহুড়া করে বাড়ি ফিরতে গেলে কে বা কারা আমার মাথায় কোপ দেন। আমি মাটিতে পড়ে যাই। পরে আমার কিছু মনে নেই।’
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মো. লাবু মিয়া বলেন, ‘স্থানীয় পর্যায়ে সামাজিক দ্বন্দ্বের সালিশ করে উভয় পক্ষকে শান্ত থাকতে বলি। কিন্তু নাহিদ ও শিমুল বিচার নিয়ে বাজে মন্তব্য করেন। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ঘটে।’
কী বিষয় নিয়ে বিরোধ হয়েছিল— এ প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘কী নিয়ে বিবাদ, তা ঠিক জানা যায়নি।’ বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগের সালিশ করছেন কি না— এ প্রশ্নে ইউপি চেয়ারম্যান লাবু মিয়া বলেন, ‘না, এমন কোনো ঘটনা ঘটেনি।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, সংঘর্ষের ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনায় জড়িতদের ধরতে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত আছে।
সারাবাংলা/টিআর
ইউপি চেয়ারম্যান টপ নিউজ নড়াইল বঙ্গবন্ধুকে কটূক্তি বিএনপি-আ.লীগ সংঘর্ষ সংঘর্ষ