Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপায় আটালান্টার কাছে বিধ্বস্ত লিভারপুল

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৪ ১০:২৮ | আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ১৩:২৪

ঘরের মাঠে গত এক বছরেরও বেশি সময় ধরে কোনও টুর্নামেন্টেই হারের মুখ দেখেননি তারা। ইউর্গেন ক্লপের বিদায়ী মৌসুমের শেষ প্রান্তে এসে দারুণ এক জয়ের ধারায় ভাটা পড়ল লিভারপুলের। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যানফিল্ডে আটালান্টার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে ক্লপের দল। ঘরের মাঠে তাই ১৪ মাস পর কোন ম্যাচে হারের স্বাদ পেলেন ক্লপ।

অ্যানফিল্ডে সবশেষ ২০২৩ সালে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৫-২ গোলে হেরেছিল লিভারপুল। এরপর ১৪ মাস ঘরের মাঠে ক্লপের দল ছিল অজেয়। এই মৌসুমে ট্রেবলের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আটালান্টার বিপক্ষে মাঠে নেমেছিল লিভারপুল। নিয়মিত একাদশের বেশিরভাগ ফুটবলারকে ছাড়াই একাদশ সাজিয়েছিলেন ক্লপ। ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া লিভারপুলের উপর ছড়ি ঘুরিয়েছে সফরকারী দলই।

বিজ্ঞাপন

ম্যাচের ৩৮ মিনিটে লিড নেয় আটালান্টা। ডেভিড জাপাকস্তার বাড়ানো বল পেয়ে লিভারপুল কিপারকে বোকা বানান আনমার্কড থাকা স্কামাকা। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়েই মাঠ ছাড়ে আটালান্টা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মোহাম্মদ সালাহসহ আরও অনেককেই মাঠে নামান ক্লপ। তবে তাতেও সুবিধা করতে পারেনি লিভারপুল। ৬০ মিনিটে লিভারপুল রক্ষণভাগের ভুলে ব্যবধান বাড়ায় আটালান্টা। কেটেলারের দারুণ এক পাসে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন স্কামাকা।

শেষ বাঁশি বাজার সাত মিনিট আগে লিভারপুলের কফিনে শেষ পেরেক ঠুকেন আটালান্টার মারিও পাসালিক। ৩-০ গোলের বড় জয় নিয়েই বাড়ি ফেরে আটালান্টা। আগামী ১৯ এপ্রিল আটালান্টার মাঠে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। সেমিতে যেতে হলে সেই ম্যাচে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে ক্লপের দলকে।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএম

আটালান্টা ইউরোপা লিগ টপ নিউজ লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর