Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে রেলের সিডিউল বিপর্যয় ছিল না: রেলপথমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৪ ২৩:০৬

রাজবাড়ী: ঈদে রেলের সিডিউল বিপর্যয় ছিল না বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি বলেছেন, সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রধানমন্ত্রীর সহযোগিতায় রেলপথে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতরের দিন জেলার পাংশা উপজেলায় মাসজিদুল হাকিম সিদ্দিকিয়া কামিল মাদরাসা উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

জিল্লুল হাকিম বলেন, ‘ঈদে বাড়ি ফেরা যতটা স্বস্তিদায়ক হয়েছে, কর্মস্থলে ফেরা আরও বেশি স্বস্তিদায়ক হবে। এবার ট্রেনে ঘরমুখো মানুষের কোনো ভোগান্তি পোহাতে হয়নি। যাত্রীরা নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছেছে।’

মন্ত্রী বলেন, ‘ঈদে বাড়ি ফেরার সময় ট্রেনে জন্ম নেওয়া শিশুর জন্য আমরা উপহার পাঠিয়েছি। আমরা সব দিকে খেয়াল রাখছি। ভাঙ্গা থেকে পায়রা হয়ে কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে।’ বাংলাদেশের রেলপথ আরও সম্প্রসারিত হবে বলে জানান তিনি।

সারাবাংলা/পিটিএম

জিল্লুল হাকিম রেলপথমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর