রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
১১ এপ্রিল ২০২৪ ২০:৫৮ | আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ১১:০৬
ঢাকা: রাজধানীর গুলশানে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মমতা শিকদার (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক শেখ জাহিদ কামাল (৩০) গুরুতর আহত হয়েছেন। হতাহত দু’জন ইউনাইটেড হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স।
বৃহস্পতিবার (১১এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে গুলশান ৫৫ নম্বর সড়কের মুখে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ওই নারীকে এক সিএনজি চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা সিএনজি চালক সবুজ মিয়া বলেন, ‘আমি আমার স্ত্রী ফারজানাকে নিয়ে সিএনজি যোগে বিমানকন্দর এলাকায় ঘুরতে যাচ্ছিলাম। পথে গুলশান ২ নম্বর সড়কে এলে দেখতে পাই একটি মোটরসাইকেলে প্রাইভেটকার ধাক্কা দিয়েছে। এতে মোটরসাইকেল চালক ও আরোহী ওই নারী রাস্তায় ছিটকে গুরুতর আহত হয়েছেন। পরে পথচারীরা ওই নারীকে আহত অবস্থায় আমার সিএনজিতে উঠিয়ে দিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয়। এর পর ওই নারীকে স্থানীয় কয়েকটি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (পরিদর্শক) মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এদিকে, গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে গুলশান ৫৫ নম্বর সড়কের মুখে একটি প্রাইভেটকার একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী এক নারী ঢাকা মেডিকেলে মারা গেছে। মোটরসাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছে।
তিনি আরও জানান, মৃত ওই নারীর নাম মমতা সিকদার (২৭)। তার বাসা গুলশান কালাচাঁদপুর এলাকায়। আহত জাহিদ কামালের বাসা পশ্চিম আগারগাঁও এলাকায়। তারা দু’জনই ইউনাইটেড হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। ডিউটি শেষ করে মোটরসাইকেলে করে ওই নারীকে কালাচাঁদপুরের বাসায় নামিয়ে দেওয়ার কথা ছিল।
সারাবাংলা/এসএসআর/পিটিএম