কেএনএফ প্রধানের স্ত্রীসহ ২ জনকে স্ট্যান্ড রিলিজ
১১ এপ্রিল ২০২৪ ১৯:৩২ | আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২১:৫১
বান্দরবান: বান্দরবানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফের) প্রধান নাথান বমের স্ত্রী ও আরেক সিনিয়র নার্সকে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লালমনিরহাটে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
সশস্ত্র সংগঠন কেএনএফের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এ দুই নার্সের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
এরা হলেন-নাথান বমের স্ত্রী রুমা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স লেনসমকিম বম ও অপরজন হচ্ছে সিনিয়র নার্স বাঙ্গালী খ্রিস্টান দিপালী রাড়ই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নার্সিং বিভাগ থেকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
এবিষয়ে বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার মাহাবুবুর রহমান জানান, লেনসমকিম বম ও দিপালী রাড়ই এই দুই জনের স্ট্যান্ড রিলিজের একটি নির্দেশনা পেয়েছি। তবে কি কারণে তাদের স্ট্যান্ড রিলিজ করা হয়েছে এ বিষয়টি ওই নির্দেশনা পত্রে বলা হয়নি।
মঙ্গলবার (২ এপ্রিল) সশস্ত্র সংগঠন কুকিচিনের সদস্যরা রুমা উপজেলা সোনালী ব্যাংকে হানা দিয়ে নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র ও ৪ শতাধিক গুলি লুট করে নিয়ে যায়। এ ঘটনার একদিন ৩এপ্রিল থানচির সোনালী ও কৃষি ব্যাংকে হানা দিয়ে প্রায় ১৬ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা।
রুমায় সোনালী ব্যাংক ডাকাতির ঘটনার কেএনএফের সঙ্গে বম সম্প্রদায়ের তথ্য আদান-প্রদান ও বিভিন্ন ভাবে সহযোগিতা করার তথ্য গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর কাছে রয়েছে। ইতোমধ্যে যৌথবাহিনীর অভিযানে বিভিন্ন জায়গা থেকে কেএনএফের ১৮ নারী সদস্যসহ ৫৬ সদস্যকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। বর্তমানে কেএনএফের সন্ত্রাসী তৎপরতা দমন ও লুট করা অস্ত্র উদ্ধারে রুমা-থানচি ও রোয়াংছড়ি উপজেলায় যৌথ বাহিনীর কম্বিং অপারেশন চলমান রয়েছে।
সারাবাংলা/এনইউ