রোগীর স্বজনদের শাড়ি-লুঙ্গি উপহার দিলো বার্ন ইউনিট
১১ এপ্রিল ২০২৪ ১৮:২৩ | আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২০:১৬
ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রোগীর স্বজনদের হাতে শাড়ি-লুঙ্গি উপহার দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে ঢাকা মোডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এই উপহার সামগ্রী রোগীর স্বজনদের হাতে তুলে দেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের নার্সিং কর্মকর্তা মো. ফয়সালুজ্জামান বলেন, ‘আমরা এই উপহার সামগ্রী তুলে দিতে পেরে খুবই আনন্দিত। অনেক রোগীর স্বজন ঈদে নতুন কাপড় পরতে পারেনি। অনেকই বাড়িতে স্বজনদের রেখে তিন-চার মাস ধরে রোগী নিয়ে হাসপাতালে আছেন। তাদেরও তো ঈদের খুশি আছে।’
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, ‘বার্ন ইউনিটের পক্ষ থেকে রোগীদের হাতে উপহার সামগ্রী দেওয়া হয়েছে। এরকম ভালো উদ্যোগ নেওয়ায় বার্ন ইউনিটকে সাধুবাদ জানাই।’
পরিচালক বলেন, ‘যারা হাসপাতালে ভর্তি আছেন, তারা আমাদেরই ভাই-বোনের মতো। তারা আজ হাসপাতালে ঈদ করছে। তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতেই এই উদ্যেগ নেওয়া হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষ্যে দুপুরে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। খাবারের মধ্যে ছিল পোলাও, ডিম, মুরগীর রোস্ট।’
উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. বিধান সরকার, সহযোগী অধ্যাপক ডা. নাসির উদ্দিন, ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন ও হাসপাতালের প্রসাষনিক কর্মকর্ত মো. রেজাউল ইসলামসহ বার্ন ইউনিটের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
সারাবাংলা/এসএসআর/একে