Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারের রোষানলে বিএনপি নেত্রী: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৪ ১৩:১৪ | আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ১৮:৫১

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের রোষানলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। তাকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘কঠিন দুঃসময় পার করছে বিএনপি। শুধু বিএনপি নয়, পুরো দেশ দুঃসময় পার করছে। এই দুঃসময় কাটিয়ে ওঠার জন্য, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, মানুষ সংগ্রাম করছে। আমরা বিশ্বাস করি, জনগণের আন্দোলন বৃথা যাবে না।’

তিনি বলেন, ‘এ সরকার পরিকল্পিতভাবে অর্থনীতি ধ্বংস করেছে। ভঙ্গুর অর্থনীতির কারণে দেশের সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ তার প্রয়োজন মাফিক দ্রব্যক্রয় করতে পারছে না। ফলে, এবারের ঈদ আনন্দ অনেকটা ফিকে হয়ে গেছে।’

আওয়ামী লীগ দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা দেশের মানুষের গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়ব। বর্তমান সরকারকে না সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। দেশকে পরনির্ভরশীল করার ম্যান্ডেট নিয়েই সরকার ক্ষমতায় এসেছে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব আমিনুল হক, যুবদলের সভাতি সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর