কাভার্ডভ্যান-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
১১ এপ্রিল ২০২৪ ০৯:৪৮ | আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ১৪:১১
নরসিংদী: জেলার মাধবদী উপজেলায় সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও মাইক্রোবাসের আটজন যাত্রী গুরুত্বর আহত হয়।
বুধবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে মাধবদীর টাটাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, ঢাকা থেকে যাত্রীবাহী মাইক্রোবাস ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে যাচ্ছিল। পথে মাধবদী এলাকায় পৌঁছলে নরসিংদী থেকে ঢাকাগামী কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান।
গুরুত্বর আহত অবস্থায় নারীসহ বেশ কয়েকজনকে নরসিংদীর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। আহতদের অধিকাংকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
সারাবাংলা/এনএস