Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৪ ০৮:০৫ | আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ০৮:৫২

ঢাকা: সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে ঈদ জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রধান জামাতে অংশ নিতে রাজধানী ঢাকার নানা প্রান্ত থেকে মুসল্লিদের ঢল নেমেছে জাতীয় ঈদগাহ ময়দানে।

এবার জাতীয় ঈদগাহে এক সঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায় করতে পারবেন। ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে জাতীয় ঈদগাহে নামাজের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিএসসিসি’র তথ্যমতে, এবার জাতীয় ঈদগাহ ময়দানের প্রায় ৩০ হাজার বর্গমিটার জায়গায় একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ২৫০ পুরুষ, ৮০ জন অতি গুরুত্বপূর্ণ মহিলা, ৩১ হাজার সাধারণ পুরুষ এবং সাড়ে ৩ হাজার সাধারণ মহিলার নামাজের ব্যবস্থা করা হয়েছে। ছয়টি ভিআইপিসহ মোট ১২১ কাতারে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। জাতীয় ঈদগাহে প্রবেশের জন্য একটি ভিআইপিসহ তিনটি প্রবেশ পথ নির্মাণ করা হয়েছে। এর মধ্যে একটি গেট দিয়ে মহিলারা প্রবেশ করবেন।

গরমে মুসল্লিদের সুবিধার্থে ১০টি এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাড়ে পাঁচশ সিলিং ফ্যান এবং ১৫০টি স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। ১৪০টি অজুখানা, মহিলা ও পুরুষদের জন্য পর্যাপ্ত আলাদা টয়লেট, বিশুদ্ধ খাবার পানি এবং প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ঈদগাহের প্যান্ডেলের ওপর বৃষ্টির পানি নিরোধক শামিয়ানা টাঙানো এবং বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় ঈদগাহের পুরো প্রাঙ্গণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং ফায়ার সার্ভিসের ব্যবস্থাও রয়েছে।

বিজ্ঞাপন

তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প ব্যবস্থায় বায়তুল মোকাররমে সকাল ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি সরেজমিন পরিদর্শন শেষে গতকাল (৯ এপ্রিল) গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিএসসিসি’র মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখেই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

মেয়র তাপস বলেন, গত বছর প্রবল বৃষ্টিপাত হওয়ার পরেও এখানে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এক ফোঁটা পানিও ভেতরে আসতে পারেনি এবং সবাই সুন্দরভাবে জামাতে অংশগ্রহণ করতে পেরেছে। যদিও এবার আবহাওয়া অধিদফতর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে। তারপরেও প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখেই আমরা ইতোমধ্যে আমাদের সকল আয়োজন সম্পন্ন করেছি। তবুও সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে ধর্ম মন্ত্রণালয় হতে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। যদি এখানে সম্ভব না হয় তাহলে বায়তুল মোকাররমে সকাল ৯টায় পরবর্তী জামাত অনুষ্ঠিত হবে। আমি মনে করি, আমাদের যে আয়োজন আছে এটার মাধ্যমে সকলেই এখানে স্বাচ্ছন্দ্যভাবে জামাতে অংশগ্রহণ করতে পারবে।

এ সময় মেয়র তাপস ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে জানিয়ে ঢাকাবাসীকে পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করার আহ্বান জানান।

সারাবাংলা/কেআইএফ/এনএস

ঈদুল ফিতর জাতীয় ঈদগাহ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর