Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত সকাল সাড়ে ৮টায়

স্টাফ করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৪ ২১:১৮

ঢাকা: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের জামাত বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ-সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ মুসল্লিরা এই জামাতে অংশ নেবেন। এই জামাত সবার জন্য উন্মুক্ত।

জামাতে আগ্রহী মুসল্লিদের অংশগ্রহণের জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এদিকে, দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে আটটায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে জাতীয় মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায়।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

ঈদ জামাত দক্ষিণ প্লাজা সংসদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর