Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৪ ১৯:১৬ | আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ০০:২৯

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতর উপলক্ষ্যে গণভবনে সর্বস্তরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। তবে দলের অনেক নেতা-মন্ত্রীদের অনেকেই নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঈদের দিন সকাল ১০টায় ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন শেখ গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সময় ব্যতীত কয়েকটি ঈদ ছাড়া প্রতিবছরই ঈদে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতবছরও ঈদের দিন বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ বছরও ঈদের দিন মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনী প্রধান, কূটনীতিক, জ্যেষ্ঠ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেবেন।

অন্যদিকে ঈদ উদযাপন করতে আওয়ামী লীগের অধিকাংশ মন্ত্রী ও নেতা নিজ নিজ এলাকায় গেছেন। আবার অনেকে বৃহস্পতিবার ঈদের দিন গণভবনে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে নিজ নিজ এলাকায় যাবেন।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ঢাকায় ঈদ করবেন ৷ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও ঢাকায় ঈদ করবেন ৷ পরে তিনি বিকেলে নিজ নির্বাচনি এলাকা নোয়াখালীতে যেতে পারেন বলে জানা গেছে ৷ সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, আব্দুর রাজ্জাক, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ নিজ নিজ এলাকায় ঈদ করবেন বলে তাদের ব্যক্তিগত সচিবরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ঈদ করবেন ঢাকায়। ঈদের নামাজ আদায় করে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে অংশ নিতে গণভবনে যাবেন। পরে ঢাকা-১৩ আসনের এই সংসদ সদস্য সন্ধ্যায় মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেবেন।

আরেক সভাপতিণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ঢাকায় ঈদ করবেন৷ পরে বাহাউদ্দিন নাছিম ঢাকা-৮ আসনের এই সরকার দলীয় সদস্য রমনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে তিনি দুপুরে পিতামাতার কবর জিয়ারত এবং নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে মাদারীপুরে যাবেন।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ঢাকায়; শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, অর্থমন্ত্রী আবুল হাছান মাহমুদ আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা নিজ এলাকায় ঈদ করবেন। তবে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ঢাকায় ঈদ উদযাপন করে পরে তিনি নিজ এলাকা দিনাজপুরে যাবেন ৷

অন্যদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাইদ আল মাহমুদ স্বপন, আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল নিজ এলাকায় ঈদ করবেন। আরেক সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন ঈদ করবেন ঢাকায়।

সারাবাংলা/এনআর/একে

ঈদের শুভেচ্ছা গণভবন টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর