Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিনাক রঞ্জনরা লর্ড ক্লাইভের ভূমিকা পালন করছেন: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৪ ১৬:৪৯ | আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১৮:৩১

ঢাকা: পিনাক রঞ্জন চক্রবর্তীরা লর্ড ক্লাইভের ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১১ এপ্রিল) দুপুরে শেওড়াপড়ায় বিএনপি নেতা-কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী সম্প্রতি দিল্লিতে এক প্রোগ্রামে বলেন, ‘ভারতের কঠোর অবস্থানের কারণে বাংলাদেশে ৭ই জানুয়ারি নির্বাচনের আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে কার্যত গা ঢাকা দিতে হয়েছিল।’

পিনাক রঞ্জনের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘এ ধরনের মিথ্যা প্রচারণা তিনি চালিয়েছেন অবৈধ সরকারের পক্ষে। তিনি বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছেন শেখ হাসিনা। আর তাকে রক্ষা করছেন প্রতিবেশি প্রভুরা। জাতির পক্ষে দেশের স্বাধীনতার পক্ষে যারা থাকেন তারাই হল প্রকৃত দেশপ্রেমিক। আজকে সিরাজউদ্দৌলার নীতির পক্ষে আছে জনগণ, আর জনগণের পক্ষে আছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। অন্যদিকে মীরজাফরের পক্ষে আছেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাছান মাহমুদ। আর লর্ড ক্লাইভের ভূমিকা পালন করছেন পিনাক রঞ্জন চক্রবর্তীরা।’

তিনি বলেন, ‘একদিন পর ঈদ। অথচ বাংলাদেশের মানুষের ঘরে কোনো আনন্দ নেই। সরকারের সীমাহীন লুটপাট আর দুঃশাসনে পড়ে মানুষের অবস্থা খুবই নাজুক। এ রমজানে নিত্যপণ্যের দাম ছিল লাগামহীন। মানুষ এখন আলু কিনতে পারে না, লেবু কিনতে পারে না, চিনি কিনতে পারে না, সেমাই কিনতে পারে না, নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারে না। অথচ ক্ষমতাসীন দলের লোকেরা রাজকীয় হালে আছে। কারণ, তাদের হাতে আছে লুটের অবৈধ টাকা।’

বিজ্ঞাপন

রিজভী তিনি বলেন, ‘আওয়ামী প্রধান শেখ হাসিনা গোটা দেশটাকে পরনির্ভরশীল করতে প্রতিদিন কত চিৎকার চেঁচামেচি করছেন। ওবায়দুল কাদেররা প্রতিদিন শেখ হাসিনার গুণ-গান গাইছেন। দেশের মানুষ মরল না বাঁচল তাতে তাদের কিছু যায় আসে না। তাদের চাই শুধু ক্ষমতা।’

তিনি বলেন, ‘দেশে এখন কোনো গণতন্ত্র নেই। দেশের ৯৭ ভাগ জনগণ তারেক রহমানের আহ্বানে সারা দিয়ে ভোট বর্জন করেছে। একটি দেশ ছাড়া বিশ্ববাসীও এ অবৈধ সরকারের ভোট সমর্থন দেয়নি। সুতরাং সেদিন বেশি দূরে নয় আমরা যারা গণতন্ত্রের পক্ষে আছি আমরাই বিজয়ী হব, দেশের গণতন্ত্রকামী মানুষ বিজয়ী হবে।’

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিুল হক, তারিকুল আলম তেনজিং, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর