Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৪ ১৫:৪৯ | আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১৬:৫৮

নড়াইল: জেলার সদর উপজেলায় দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দুর্বাজুড়ি এলাকায় নড়াইল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাস চালকের নাম জাফর হোসেন (৫০)। আর আহতদের মধ্যে লিটন ট্রাভেলস চালক মাহবুব হোসেনের জানা গেলেও বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী লিটন ট্রাভেলস এবং যশোর থেকে নড়াইলগামী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় লোকাল বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক জাফর হোসেন নিহত হন। এছাড়া লিটন ট্রাভেলস চালক মাহবুব হোসেনসহ (৪৫) অন্তত ১৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে নড়াইল-ঢাকা মহাসড়কে দুপুর ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

সারাবাংলা/এনএস

নড়াইল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর