ঈদযাত্রার শেষ দিনে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে ফাঁকা
১০ এপ্রিল ২০২৪ ১৪:৩৭ | আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১৬:০৯
মুন্সীগঞ্জ: ঈদযাত্রার শেষ দিনে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজায় অনেকটা নীরবতা নেমে এসেছে। যানবাহনগুলো নির্বিঘ্নে টোল দিয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে। এছাড়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতেও তেমন গাড়ির চাপ নেই।
বুধবার (১০ এপ্রিল) সকাল থেকে স্বাভাবিক সময়ের চেয়েও তুলনামূলক কম যানবাহন চলাচল করতে দেখা গেছে। দূরপাল্লার কিছু যান চলাচল করতে দেখা গেলেও ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যা কম।
পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর পর্যন্ত মহাসড়ক ও পদ্মা সেতুতে যানবাহনের চাপ ছিল। তবে দুপুরের পর থেকে চাপ কমতে শুরু করে। বুধবার ভোর থেকে দূরপাল্লার কিছু যানবাহন পদ্মা সেতু পাড়ি দিচ্ছে নির্বিঘ্নে।
প্রসঙ্গত, সরকারি ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই আজ (বুধবার) দেশের বেশ কয়েকটি স্থানে ঈদ পালিত হচ্ছে।
সারাবাংলা/এনএস