ফাঁকা সিরাজগঞ্জ মহাসড়ক, স্বস্তিতে বাড়ি ফিরেছে মানুষ
১০ এপ্রিল ২০২৪ ১০:১৬ | আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১৪:৪০
সিরাজগঞ্জ: প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষের সংখ্যা কমেছে। একইসঙ্গে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জের মহাসড়কেও কমেছে যানবাহন। ফলে ফাঁকা রয়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়ক। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১০টার পর্যন্ত চাপ থাকার পরে ধীরে ধীরে মহাসড়কে যানবাহন কমতে থাকে। তবে অন্যান্য বারের চেয়ে এবার কোনো ভোগান্তি ছাড়াই এই মহাসড়ক দিয়ে বাড়ি ফিরেছেন উত্তরাঞ্চলের যাত্রীরা।
বুধবার (১০ এপ্রিল) সকালে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সিরাজগঞ্জ মহাসড়কে গাড়ির চাপ নেই বললেই চলে। গতকাল রাত ১০টার পর থেকেই যানবাহনের চাপ কমে অনেকটাই ফাঁকা রয়েছে এই মহাসড়ক।’
তিনি বলেন, ‘বেশিরভাগ মানুষই ইতোমধ্যে চলে গেছেন, এখন অল্পকিছু মানুষ যাচ্ছেন। তবে আমরা প্রত্যেকটি মানুষ ও যানবাহনের নিশ্চিত চলাচলে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছি।’
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘সেতু পশ্চিম থেকে উত্তরের মহাসড়কে যান চলাচল অনেকটাই কমে গিয়েছে। রাস্তায় গাড়ি নেই বললেই চলে। তবে এখনো কিছু মানুষ বাড়িতে ফিরছেন যার ফলে মাঝেমধ্যে কিছু গাড়ি দেখা যাচ্ছে সড়কে।’
সারাবাংলা/এনএস