Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটির মাঠে জিতেই সেমিতে যাওয়ার আশা আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০২৪ ১০:৩১

জমজমাট ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে রিয়াল-সিটি

কোয়ার্টার ফাইনালের সবচেয়ে জমজমাট লড়াই হিসেবে ধরা হয়েছিল এই ম্যাচকে। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির ম্যাচটাও হয়েছে সেরকমই। সান্তিয়াগো বার্নাব্যুতে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, ফিরতি লেগে সিটির মাঠে সিটিকে হারিয়েই সেমিতে যাওয়ার ব্যাপারে আশাবাদী তারা।

আরও পড়ুন- ৬ গোলের থ্রিলারে ড্র রিয়াল-সিটি লড়াই

বিজ্ঞাপন

প্রথম লেগের ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। পরে অবশ্য লিড নেয় রিয়াল। ম্যাচের দ্বিতীয়ার্ধে লিড ফিরে পায় সিটিজেনরা। ম্যাচের শেষ মুহূর্তে সমতা ফিরিয়ে হার এড়িয়েছে রিয়াল। ৩-৩ গোলের ড্র তাই পরের লেগে আরও জমজমাট লড়াইয়ের আভাসই দিচ্ছে।

গত আসরে সিটির মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নিয়েছিল রিয়াল। এবার অবশ্য তেমন কিছু হতে দিতে চান না আনচেলত্তি, ‘অ্যাওয়ে ম্যাচে জেতা সবসময়ই কঠিন। তবে আমরা আশা করছি আগেরবারের মতো কিছু এবার হবে না। আমাদের দলে জয়ে ব্যাপারে আত্মবিশ্বাস রয়েছে। আশা করি আমরা দারুণ কিছু উপহার দিতে পারব সমর্থকদের। সিটির মাঠে তাই জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’

এগিয়ে গিয়েও বার্নাব্যুতে লিড ধরে রাখতে পারেনি রিয়াল। আনচেলত্তির মতে, ঘরের মাঠে জয় নিয়ে ফেরা উচিত ছিল রিয়ালের, ‘সত্যি বলতে আমাদের অল্প ব্যবধানে হলেও জেতা উচিত ছিল। হয়তো এই ফলাফল খুব বেশি প্রভাব ফেলবে না, কিন্তু জয় পেলে আমরা অনেকটাই এগিয়ে থাকতাম। এখন দ্বিতীয় লেগের জন্যই সব পরিকল্পনা।’

আগামী ১৮ এপ্রিল ইতিহাদ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল-সিটি।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস লিগ ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর