Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউসিবিতে একীভূত হচ্ছে ন্যাশনাল ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৪ ০১:৫২ | আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ০৩:০০

ঢাকা: পদ্মা ব্যাংক, বেসিক ব্যাংক ও বিডিবিএলের পর এবার নানা সংকটে থাকা বেসরকারি ন্যাশনাল ব্যাংককে একীভূত করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সঙ্গে একীভূত করে দেওয়া হবে এই ব্যাংকটিকে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, মঙ্গলবার ইউসিবির একজন পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালককে ডেকে নিয়ে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বৈঠকে ইউসিবি কর্তৃপক্ষকে ন্যাশনাল ব্যাংককে একীভূত করে নিতে উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।

এ সময় বৈঠকে ন্যাশনাল ব্যাংকের কেউ উপস্থিত ছিলেন না। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, একীভূত হওয়া নিয়ে ন্যাশনাল ব্যাংকের পর্ষদে দ্বিধাবিভক্তি রয়েছে। কিন্তু সরকার ব্যাংকটিকে একীভূত করে দিতে চাচ্ছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি ব্যাংক দুইটির কেউ।

জানা গেছে, সরকারি-বেসরকারি মিলিয়ে ১০টি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে সোমবার (৮ এপ্রিল) বেসরকারি সিটি ব্যাংকের সঙ্গে সরকারি মালিকানাধীন বেসিক ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হয়। ওই দিন সিটি ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে ডেকে এ সিদ্ধান্তের কথা জানান গভর্নর আব্দুর রউফ তালুকদার। ওই বৈঠকেও বেসিক ব্যাংকের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। আজও ন্যাশনাল ব্যাংক একীভূত করার বিষয়ে অনুষ্ঠিত বৈঠকেও ন্যাশনাল ব্যাংকের কোনো প্রতিনিধি ছিলেন না।

এরও আগে সরকারি দুটি ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে (রাকাব) একীভূত করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হবে বিডিবিএল। আর বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) সঙ্গে যুক্ত হবে রাকাব।

বিজ্ঞাপন

দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার বিষয়ে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর প্রথম পদ্মা ব্যাংককে (সাবেক ফারমার্স ব্যাংক) এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এ প্রক্রিয়া এগিয়ে নিতে গত ২৫ মার্চ বেসরকারি খাতের এ দুই ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে।

সারাবাংলা/জিএস/টিআর

ইউসিবি একীভূতকরণ টপ নিউজ ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর