২-২ গোলের ড্রয়েই সন্তুষ্ট আর্সেনাল-বায়ার্ন
১০ এপ্রিল ২০২৪ ০২:৫৫ | আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১০:৩১
বহু বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল খেলতে মাঠে নেমেছিল আর্সেনাল। ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জমজমাট এক ম্যাচে পিছিয়ে পড়েও দারুণভাবে ফিরে এসেছে গানার্সরা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আর্সেনাল ও বায়ার্নকে।
ঘরের মাঠে শুরু থেকেই বায়ার্নকে চেপে ধরেছিল আর্সেনাল। ফলটাও আসে দ্রুতই। ১২ মিনিটের মাথায় গানার্সদের এগিয়ে দেন বুকায়ো সাকা। বেন হোয়াইটের বাড়ানো বলে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে আর্সেনালকে আনন্দে ভাসান সাকা। সেই আনন্দ অবশ্য খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬ মিনিট পরেই ম্যাচে সমতা ফেরায় বায়ার্ন। ডিফেন্ডারের ভুলে বল পায় বায়ার্ন। গোরেটজকার পাস থেকে বক্সের ভেতর বল পেয়ে গোল করতে ভুল করেননি সার্জি গ্ন্যানার্বি।
প্রথমার্ধের মাঝেই লিড নেয় বায়ার্ন। ৩২ মিনিটে বক্সের ভেতর সানেকে ফাউল করলে পেনাল্টি পায় বায়ার্ন। পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় গোল করে দলকে ২-১ গোলের লিড এনে দেন হ্যারি কেইন। ২-১ গোলে এগিয়ে থেকেই হাফ টাইম শেষ করে বায়ার্ন।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার আপ্রান চেষ্টায় ছিল আর্সেনাল। বায়ার্নও বেশ দেখেশুনেই সামলেছেন তাদের আক্রমণ। শেষ পর্যন্ত অবশ্য শেষরক্ষা হয়নি। ১০ মিনিট আগেই বদলি হিসেবে নামা লিয়ান্দ্রো ত্রোসাদের গোলে ম্যাচে সমতা ফেরায় আর্সেনাল। গ্যাব্রিয়েল হেসুসের পাসে বল পেয়ে নিজের প্রথম টাচেই বল জালে জড়ান তিনি।
ম্যাচের শেষ দুই মিনিটে এগিয়ে যেতে পারতো দুই দলই। ৯০ মিনিটে মুসিয়ালার শট বারে লেগে ফিরে আসলে এগিয়ে যাওয়া হয়নি বায়ার্নের। ম্যাচের শেষ মিনিটে জোরালো একটি পেনাল্টির আবেদন করেছিল আর্সেনাল। তবে রেফারি সাকার সেই আবেদন গ্রহণ করেননি। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়েই শেষ হয় প্রথম লেগ। ১৮ এপ্রিল দ্বিতীয় লেগে বায়ার্নের মাঠে খেলতে নামবে আর্সেনাল।
সারাবাংলা/এফএম