Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি ৩ বিশ্ববিদ্যালয় থেকে ১৫% আয়কর আদায়ে স্থিতাবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৪ ২০:০৪ | আপডেট: ৯ এপ্রিল ২০২৪ ২২:৩২

ঢাকা: বেসরকারি তিনটি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ করে আয়কর আদায়ের ওপর স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বিশ্ববিদ্যালয় তিনটি হচ্ছে- নর্থ সাউথ ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও সাউথইস্ট ইউনিভার্সিটি।

একইসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওই দাবি ঘিরে তিনটি বিশ্ববিদ্যালয়ের করা আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ২১ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম সোমবার (৮ এপ্রিল) এ আদেশ দেন।

এর আগে, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ করে আয়কর আদায় সংক্রান্ত দুটি প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে গত ২৭ ফেব্রুয়ারি রায় দেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক আপিল নিষ্পত্তি করে আপিল বিভাগ ওই রায় দেন।

আইনজীবীরা জানান, আয়কর আইনের বিধান অনুসারে বকেয়া পরিশোধের (আয়কর) জন্য গত ৪ মার্চ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর নোটিশ (চিঠি) দেয় এনবিআর। ১৫ শতাংশ আয়কর না দেওয়ার অভিযোগ তুলে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব স্থগিতও করে দেওয়া হয়।

পরে এ নিয়ে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পৃথক তিনটি আবেদন করে, যা সোমবার চেম্বার আদালতে শুনানি হয়।

জানা যায়, বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে ১৫ শতাংশ করে আয়কর আদায়ের জন্য ২০০৭ সালের ২৮ জুন ও ২০১০ সালের ১ জুলাই পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এর বৈধতা নিয়ে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও এক শিক্ষার্থীর করা পৃথক ৪০টির বেশি রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর হাইকোর্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ করে আয়কর আদায়ের দুটি প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে রায় দেন।

বিজ্ঞাপন

এর পর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

সারাবাংলা/কেআইএফ

আয়কর আদায় টপ নিউজ স্থিতাবস্থা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর