কমলাপুর থেকে দেরিতে ছাড়ছে বেশিরভাগ ট্রেন
৯ এপ্রিল ২০২৪ ১৮:১১ | আপডেট: ৯ এপ্রিল ২০২৪ ১৯:৫৪
ঢাকা: ঈদযাত্রার সপ্তম দিন মঙ্গলবার (৯ এপ্রিল) কমলাপুর থেকে বেশিরভাগ ট্রেন ঘণ্টাখানেক দেরিতে ছাড়ছে। এদিন সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ৩৯টি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে বেশিরভাগই ছেড়েছে দেরিতে।
সরেজমিনে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনে যাত্রীদের তেমন চাপ নেই। ট্রেনের ছাদে চেপে কাউকে গন্তব্যে যেতেও দেখা যায়নি। সিল্ক সিটি পদ্মা এবং কালনী এক্সপ্রেসসহ আরও কয়েকটি ট্রেন এক ঘণ্টার বেশি সময় বিলম্বে ছেড়েছে। তবে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস নির্ধারিত সময় বিকেল সাড়ে ৪টায় ছেড়ে যায়।
দুপুরের দিকে দেখা যায়, কমলাপুর রেলস্টেশন অনেকটাই ফাঁকা। ট্রেন ছাড়ার সময় কিছুটা ভিড় হচ্ছিল।
এদিন কালনী এক্সপ্রেস ২টা ৫০ মিনিটে ছাড়ার কথা ছিল। সেটি যথাসময়ে স্টেশন ছেড়ে যায়নি। সিলেট যাওয়ার জন্য স্ত্রী-সন্তান নিয়ে এই ট্রেনে যাত্রী হন পুলিশ সদস্য সামসুল আলম। পৌনে চারটার দিকে তিনি সারাবাংলাকে বলেন, ‘ট্রেন এক ঘণ্টার বেশি দেরি করেছে, এখনও ছেড়ে যায়নি। গরমের মধ্যে পরিবার নিয়ে বসে থাকতে অনেক কষ্ট হচ্ছে।’
রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেসের যাত্রী আবু তাহের সারাবাংলাকে বলেন, ‘সময় মতো ট্রেনে উঠেছি। কিন্তু ট্রেন ছাড়ছে না। এক ঘণ্টার বেশি সময় ধরে বসে আছি।’
জানতে চাইলে বিকেল পৌনে চারটার কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার সারাবাংলাকে বলেন, ‘দুয়েকটি ট্রেন আসতে দেরি করেছে। সেজন্য ছাড়তেও একটু দেরি হচ্ছে। সকাল থেকে পৌনে চারটা পর্যন্ত একটি ঈদ স্পেশালসহ (দেওয়ানগঞ্জগামী) ৩৮টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এ ছাড়া, জয়দেবপুর থেকে পার্বতীপুরগামী আরেকটি স্পেশাল ট্রেন ছেড়ে গেছে। কয়েকটি ট্রেন ৩০ থেকে ৪০ মিনিট বিলম্বে ছেড়েছে।’
এদিন ঢাকা থেকে ৬৮টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দিনের বাকি সময়ও রেলযাত্রা নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেন মাসুদ সারওয়ার।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম