Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একজন চিকিৎসক দিনে কত রোগী দেখবেন, বেঁধে দেওয়া হবে

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৪ ১৭:২২ | আপডেট: ৯ এপ্রিল ২০২৪ ২০:০৮

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, একজন চিকিৎসক দিনে কতজন রোগী দেখতে পারবেন তা বেঁধে দেওয়া হবে। এ বিষয়টি যোগ করে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন চূড়ান্ত করার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৯ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘চিকিৎসকদের দায়িত্বে অবহেলা এবং ভুল চিকিৎসায় রোগীর যদি কোনো ক্ষতি হয়, সেটি কোনোভাবেই আমি মেনে নেব না। সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার কাজের সময়ের মধ্যে যদি হাসপাতালে না থেকে অন্য কোথাও গিয়ে যদি অপারেশন বা এমন কিছু করে, তবে আমি অবশ্যই ব্যবস্থা নেব।’

বিজ্ঞাপন

ডাক্তার এবং রোগীর সম্পর্কটা অনন্য গুরুত্ব বহন করে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেশের চিকিৎসকরা কোনো অংশেই ভারত, সিঙ্গাপুর, ব্যাংককের থেকে কম না। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের চিকিৎসকদের কাউন্সেলিংয়ের সময়টা দেওয়ার অভাব।’

তিনি বলেন, ‘আমরা যে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইনটা করছি, সেখানে এ বিষয়টি যোগ করা হবে যে, একজন চিকিৎসক কত সংখ্যক রোগী দেখতে পারবেন। ওভাবেই আমরা আইনটা করব। অল্প রোগী দেখবেন ভালোভাবে দেখবেন। রোগীদের সময় দিয়ে দেখতে হবে। তখন ডাক্তারদের প্রতি রোগীদের আস্থা আসবে।’

চিকিৎসকদের প্রতি আস্থা নেই বলে অনেকে বিদেশে চলে যাচ্ছে মন্তব্য করে সামন্ত লাল সেন বলেন, ‘ওখানে গিয়ে যে খুব একটা ভালো কিছু হবে তা না। আমি তো ভুটান থেকে রোগী নিয়ে এসেছি। ভুটানের রোগী আমাদের এখানে চিকিৎসা নিয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভুটানের রাজা বাংলাদেশে এসে অনেক খুশি। আমরা ভুটানে একটা বার্ন ইউনিট বানিয়ে দিচ্ছি। আমাদের সক্ষমতা প্রকাশ করার জন্য বাইরে আমরা হাসপাতাল বানানোর অনুমতি দিয়েছি।’

বিজ্ঞাপন

ওষুধ এবং এনেস্থেসিয়ার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। রাজশাহীতে স্যালাইন দেওয়ার পর চার প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমি এ বিষয়ে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছি, তিনি যেন এটির তদন্ত করেন। যে কয়জন রোগী মারা গেছেন, তাদের কি স্যালাইন ইউজ করা হয়েছিল বা হয়েছিল কি না? একইসঙ্গে ওষুধের গুণগত মান ভালো না, কেন ভেজাল- এটি নিয়ে আমি কাজ করছি এবং ডিজি ড্রাগকে এ বিষয়ে নির্দেশনাও দিয়েছি।’

সারাবাংলা/জেআর/একে

চিকিৎসক টপ নিউজ স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর