Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা সেতুর টোল প্লাজায় গাড়ির চাপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৪ ১৫:৪৯ | আপডেট: ৯ এপ্রিল ২০২৪ ১৮:১৬

মুন্সীগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ প্রান্তে সকাল থেকেই যানবাহনের অধিক চাপ দেখা যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে চাপ কমে আসে। তবে পদ্মা সেতুর ৭টি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায় অব্যাহত থাকলেও সেতুর টোল প্লাজায় গাড়ির জটলা দেখা গেছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর সকাল থেকে ওই মহাসড়কে মোটরসাইকেলের আধিক্য দেখা গেছে। নিজস্ব দুই চাকার এই যানটি দিয়ে নিজ নিজ গন্তব্যে ছুটছেন মানুষ।

বিজ্ঞাপন

এদিকে পদ্মা সেতুর টোল প্লাজায় অপেক্ষমাণ যানবাহনের দীর্ঘ সারি দেখা গেলেও মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে যানবাহনের চাপ অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে।

এ বিষয়ে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানান, সোমবার রাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। মঙ্গলবার সকাল থেকে অধিক চাপ থাকায় গাড়িগুলোকে টোল প্লাজায় কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে। তবে মহাসড়কে এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন। কোথাও কোনো বিড়ম্বনা নেই।

সারাবাংলা/এনএস

টপ নিউজ পদ্মা সেতু মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর