Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোখের সামনে হত্যাকাণ্ড: পুলিশ পাহারায় ফাঁড়ি ছাড়লেন ইনচার্জ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৪ ২৩:১৮ | আপডেট: ৯ এপ্রিল ২০২৪ ১১:৪৯

মুন্সীগঞ্জ: পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় পুলিশ ফাঁড়ি ছাড়ছেন টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শাহ আলম।

সোমবার (৮এপ্রিল ) বিকেল সাড়ে চারটার দিকে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে দিঘীরপাড় তদন্ত কেন্দ্র ত্যাগ করেন ওই তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শাহ আলম। এ সময় ওই তদন্ত কেন্দ্রের সামনে সড়কের দক্ষিণ পাশে বিপুল সংখ্যক জনতার ভিড় লক্ষ করা যায়। এর মধ্যে পুলিশের পাহারায় তদন্ত কেন্দ্র ত্যাগ করেন ইনচার্জ শাহ আলম।

বিজ্ঞাপন

জানা গেছে, নিহত টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য সোরহাব খানের সঙ্গে টাকা-পয়সা বিষয়ে লেনদেন নিয়ে একই এলাকার ভোলা হাওলাদার এর ছেলে ইফতি ও রিহান গংদের সাথে বিরোধ চলছিল। এ বিষয় নিয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা‌ সাড়ে ১১টার দিকে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহ আলম সোহরাব খান ও তার ছেলে জনি খানকে তদন্ত কেন্দ্রে ডেকে আনেন। ‌সোহরাব খান এবং জনি খান পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে আসার সঙ্গে সঙ্গে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহ আলম এর সামনে তাকে ও তার ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করে ইফতি ও রিহান গংরা।

পরে তাদের উদ্ধার করে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহরাব খানকে মৃত ঘোষণা করেন এবং জনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে বিক্ষুব্ধ জনতা দিঘীরপাড় তদন্ত কেন্দ্রে হামলা চালিয়ে ওই তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহ আলমকে অবরুদ্ধ করে রাখেন।

বিজ্ঞাপন

সোহরাব খানের ছোট ভাই লিটু খান বলেন, ‘দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহ আলম ডেকে এনে আমার ভাইকে খুন করিয়েছে। দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহ আলম আগে আমার ভাইকে ঘুসি দিয়ে ফেলে দেয় পরে ইফতি ও রিহানসহ ১০ /১২ জন আমার ভাইকে কুপিয়ে হত্যা করে।’

নিহতের ফুফাতো বোন আল্লাদি বেগম বলেন, ‘এই তদন্ত কেন্দ্রের আইসি শাহ আলম আমার ভাইকে খবর দিয়ে আনছে। শাহআলম প্রথমে আমার ভাইকে ধাক্কা দিয়া ফেলাইয়া দিছে। পরে ভোলার ছেলেরা আমার ভাইকে পেয়ে এখানেই কোপাইয়া মেরে ফেলছে। আমার ভাতিজার অবস্থা গুরুতর। এই আইসি শাহ আলম দিঘীরপাড়ের পাশের পদ্মার মাছ খাইয়া খাইয়া ও তেলাইয়া গেছে আমরা ওর বিচার চাই।’

উল্লেখ্য দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের আইসির বিরুদ্ধে দীর্ঘদিন যাবত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। রাতের আঁধারে পুলিশ পাহারায় দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের সামনে দিয়ে বিপুল পরিমাণ ঝটকা ইলিশ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, ‘এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযান চলছে।’

পুলিশের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলেন সার্কেল এসপিকে তদন্ত করে একটি প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের আইসি শাহ আলমের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই ঘটনায় ইনচার্জ শাহ আলম আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/একে

টপ নিউজ তদন্ত কেন্দ্র মুন্সীগঞ্জ হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর