কেএনএফের ৪৯ সদস্য গ্রেফতার, অস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার
৮ এপ্রিল ২০২৪ ২০:১৭ | আপডেট: ৮ এপ্রিল ২০২৪ ২২:৫০
বান্দরবান: বান্দরবানের রুমা-থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় দায়ের করা ৮ মামলায় কেএনএফ এর ১৮ নারীসহ ৪৯ সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।
সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে রুমার বেথেল পাড়া, থানচি ও বান্দরবান সদরে অভিযান চালিয় তাদেরকে গ্রেফতার করা হয়।
এর আগে, গতকাল রোববার যৌথবাহিনীর অভিযানে ১ নারীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।
বিপুল সংখ্যক সেনাবাহিনী, র্যাব,পুলিশ,আনসার ও এপিবিএন এর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী সাঁজোয়া যান নিয়ে সাঁড়াশি অভিযানে অংশ নেয়। চলমান অভিযানে সন্ত্রাসীদের গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, গতকাল রোববার গভীর রাত ও আজ সোমবার রুমার বেথেল পাড়া ও সদরে যৌথবাহিনী অভিযান চালানো হয়। অভিযানে কেএনএফ এর ১৮ নারী সদস্যসহ ৪৯ জনকে গ্রেফতার করা হয়।
সারাবাংলা/একে