Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোবিন্দগঞ্জে বাসচাপায় অটোরিকশা চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৪ ১৭:২১ | আপডেট: ৮ এপ্রিল ২০২৪ ১৭:৩০

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে দ্রুতগামী বাসচাপায় রায়হান আকন্দ (৩৫) নামে ব্যাটারিচালিত অটোরিকশার একচালক নিহত হয়েছেন।

সোমবার (৮ এপ্রিল) বেলা ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের আব্দুল কুদ্দুস আকন্দের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ শহর থেকে কয়েকজন যাত্রী নিয়ে অটোরিকশা চালক রায়হান গোবিন্দগঞ্জ ফায়ার হাইওয়ে থানার সামনে যাত্রী নামিয়ে দেয়। এরপর রিকশাটি মহাসড়কের ওপর ইউটার্ন নেওয়ার সময় ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি কোচ অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে যানবাহনটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশার চালক গুরুতর আহত হন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুমূর্ষু অবস্থায় অটোরিকশা চালক রায়হানকে উদ্ধার করে। এর পর গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব রহমান বলেন, ‘খবর পেয়ে রেকার দিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও হানিফ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।’

তিনি আরও জানান, অটোরিকশাচালক রায়হানের লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

গোবিন্দগঞ্জ নিহত

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর