Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ দিনেই শিরোপা জয়ের আশা ক্লপের

স্পোর্টস ডেস্ক
৮ এপ্রিল ২০২৪ ০৯:০৭

ইউনাইটেডের সাথে ড্র করে শীর্ষস্থান হারিয়েছে লিভারপুল

তাদের সামনে সুযোগ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে আর্সেনালকে টপকে শীর্ষে ওঠার। তবে ইউনাইটেডের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। ৩১ ম্যাচ খেলে আর্সেনালের সমান ৭১ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে ইউর্গেন ক্লপের দল। ম্যাচ শেষে ক্লপ জানিয়েছেন, লিগের শেষ দিনে শিরোপার জয়ের আশায় আছেন তিনি।

ব্রাইটনের বিপক্ষে বড় জয়ে লিভারপুলকে টপকে শীর্ষে উঠেছিল আর্সেনাল। ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত শুরুর পরেও পিছিয়ে পড়েছিল লিভারপু। শেষ পর্যন্ত মোহাম্মদ সালাহর পেনাল্টি থেকে পাওয়া গোলে সমতা ফিরিয়েছে তারা। শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়ে শীর্ষে ওঠা হয়নি লিভারপুলের। সমান পয়েন্টে থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকার দুইয়ে নেমে গেছে ক্লপের দল।

বিজ্ঞাপন

প্রিমিয়ার লিগে আর বাকি মাত্র ৭ ম্যাচ। ক্লপ বলছেন, লিগের শেষ দিনেই নিষ্পত্তি হবে শিরোপার, ‘৩৮ ম্যাচ শেষে কি অবস্থা দাড়ায় টেবিলের, সেটাই আসল ব্যাপার। গোল ব্যবধান তো ইচ্ছা করে কমানো যায় না। আপনি ম্যাচে ৮ গোল করার জন্য নামবেন না। আমরা যেভাবে খেলি ওভাবেই খেলব। এখনো আমরা শিরোপা দৌড়ে আছি। তবে শিরোপার লড়াইটা খুব কঠিন হবে। আমরা শীর্ষে ছিলাম, এখন আর্সেনাল আছে। আশা করি শেষ ম্যাচের পর আমরাই শীর্ষে থাকব।’

৩১ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৭১, লিভারপুলের ৭১ ও ম্যানচেস্টার সিটির ৭০। ৭ ম্যাচ বাকি থাকতে পয়েন্ট টেবিলের এমন অবস্থান জানান দিচ্ছে, জমজমাট এক সমাপ্তির দিকে এগুচ্ছে শিরোপা লড়াই। ক্লপ বলছেন, শেষের দিকে দারুণ এক লড়াইয়ের জন্য প্রস্তুত তারাও, ‘ইউনাইটেডের বিপক্ষে জিততে পারিনি। শেষ দুই মাসে অনেক ম্যাচ জিততে হবে। আজকের ড্রয়ের কারণে শিরোপা জেতা অনেকটাই কঠিন হয়ে গেছে। কিন্তু এখনো অনেক কাজ বাকি। আশা করি দলের সবাই নিজেদের সেরাটাই জমিয়ে রাখবে শেষের জন্য।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ক্লপ প্রিমিয়ার লিগ লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর