Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবপুরে কাভার্ডভ্যানচাপায় সিএনজি যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৪ ২১:৩৬

নরসিংদী: জেলার শিবপুরের সাধারচরে কাভার্ডভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও তিন জন। এদের সবাই ঈদের কেনাকাটা করতে নরসিংদী শহরে যাচ্ছিলেন।

রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় শিবপুরের দক্ষিণ সাধারচরে এই ঘটনা ঘটে। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহত কিশোরীর নাম মীম আক্তার (১৩)। সে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়ের চলনা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। এ ছাড়া, আহতরা হলেন- নিহতের বাবা মোহাম্মদ আলী (৪৫), ফুফু মাকসুদা আক্তার (২০) ও চাচা সাইদুল (২৪)।

স্থানীয়রা জানায়, চরসিন্দুর থেকে সিএনজি যোগে নিহত মীম তার বাবা, ফুফু ও চাচার সঙ্গে ঈদের কেনাকাটা করতে নরসিংদী যাচ্ছিল। পথে শিবপুরের সাধারচরের এশিয়া মার্কেটের সামনে এলে বিপরীত দিক থেকে আসা গাজীপুরমুখী একটি কাভার্ডভ্যান সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মীমের মৃত্যু হয়। এ সময় আহত হয় মীমের সঙ্গে থাকা তিন জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন জানান, কাভার্ডভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রীর মৃত্যুর খবর পেয়েছি। কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। তবে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সারাবাংলা/পিটিএম

নিহত শিবপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর