Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোরবানির ঈদে ব্রাজিল থেকে গরু আনার বিষয়ে কথা হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৪ ২১:০৮

ঢাকা: কোরবানির ঈদে ব্রাজিল থেকে গরু আনা যায় কি না সে বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরাকে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

রোববার (৭ এপ্রিল) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আহসানুল ইসলাম টিটু বলেন, ‘ব্রাজিলের পক্ষ থেকে অ্যানিমেল প্রোটিনটা ফোকাসে ছিল। বিশেষ করে ব্রাজিল অত্যন্ত কম দামে মাংস রফতানি করে। এ বিষয়ে তারা কথা বলেছে। আমরা আগামী কোরবানিকে সামনে রেখে তাদের ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি। যদি সস্তাই হয় তাহলে কোরবানির সময় গরু পাঠানোর ব্যবস্থা করা যায় কি না।’

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে, আমাদের এ জয়েন্ট ডায়ালগটা সামনের দিকে এগিয়ে যাবে। তাদের বাণিজ্য সচিবও সাক্ষাতে ছিলেন। জুলাইয়ে তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আশা করছি, এর মধ্যে আমরা কিছু ক্ষেত্র চিহ্নিত করতে পারব।’

গরুর মাংসের দাম প্রসঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না? এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘আগে আমদানি অ্যালাউ করি তারপর দাম ও হেলথ সার্টিফিকেশন নিয়ে আলাপ হবে। আমাদের এখনও অ্যানিমেল প্রোটিন আমদানি নিষিদ্ধ। আমরা পোল্ট্রি এবং মাংস ইম্পোর্ট করি না। আমরা আগে স্টাডি করে নিই, তারপর দেখা যাবে কোনো দামে এটি আসতে পারে। আমরা বলছি, শুধু বাংলাদেশের মার্কেট নয়, বাংলাদেশে এটিকে প্রসেস করে এশিয়ান মার্কেটে এন্টার করার বিষয়টি তাদের বলেছি।’

সারাবাংলা/জিএস/পিটিএম

কোরবানির গরু ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর