Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপসা রেল সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে কার্গো ডু‌বি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৪ ১৭:১৩ | আপডেট: ৭ এপ্রিল ২০২৪ ১৭:৫০

খুলনা: খুলনার রূপসা নদীতে রেল সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। রোববার (৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কার্গো জাহাজের বাবুর্চি ও গ্রিজার নিখোঁজ হয়েছেন।

খবর পেয়ে নৌ পুলিশ, রূপসা থানা পুলিশ ও কোস্টগার্ডের পৃথক তিনটি টিম নৌযান নিয়ে রূপসা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে।

কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ জানান, এমভি থ্রি লাইট-১ নামের কার্গো জাহাজে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি সার বোঝাই করে তারা যশোরের নওয়াপাড়ার উদ্দেশে যাচ্ছিলেন। পথের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি রেল সেতুর পিলারে ধাক্কা লাগে। এতে দ্রুত কার্গো জাহাজটি ডুবে যায়।

কার্গো জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে কার্গোর বাবুর্চি কালাম ও গ্রিজার শাকায়েত নিখোঁজ হন।

রূপসা নৌ পুলিশের ওসি নুরুল ইসলাম শেখ জানান, নদীতে জোয়ার থাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান এখনও শনাক্ত করা যায়নি। নিখোঁজ দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

সারাবাংলা/একে

কার্গো টপ নিউজ পিলার রূপসা রূপসা সেতু