Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় মার্কেটে আগুন, ১৭ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৪ ১৫:০০

বগুড়া: জেলার শহরের রেলওয়ে শাপলা সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ১৭টি কাপড়ের দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। বগুড়া ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (৭ এপ্রিল) সকাল ৮টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তা দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। বগুড়া ফায়ার সার্ভিসসহ জেলার বিভিন্ন উপজেলার অবস্থিত ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ঈদের আগে এই ভয়াবহ আগুনে জন্য অনেক বড় ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল শাপলা মার্কেটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে বলা যাবে না। তবে ব্যবসায়ীরা জানান, তাদের প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সারাবাংলা/এনএস

অগ্নিকাণ্ড বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর