Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠিতে বজ্রপাতে ২ নারী ও এক শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৪ ১৪:৫৮ | আপডেট: ৭ এপ্রিল ২০২৪ ১৯:৩৬

বরিশাল: ঝালকাঠিতে ঝড়ের সময় বজ্রপাতে দুই নারী এবং এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জেলার কাঠালিয়া ও সদর উপজেলায় এ ঘটনা ঘটে। মাঠ থেকে গবাদি পশু আনতে গিয়ে ঝড়ের কবলে পড়ে বজ্রপাতে মারা যান তারা।

নিহতরা হলেন- কাঁঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের হেলেনা বেগম (৪০), সদর উপজেলার শেখেরহাট গ্রামের মিনারা বেগম (৩৫) ও পোনাবালিয়া গ্রামের মাহিয়া আক্তার ঈশানা (১১)। এদের মধ্যে হেলেনা বেগম ও মিনারা বেগম গৃহিনী। মাহিয়া আক্তার ঈশানা সদর উপজেলার আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

বিজ্ঞাপন

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, বজ্রপাতে কাঠালিয়া উপজেলার মুন্সিরাবাদ গাজিবাড়ি এলাকায় গরু আনতে গিয়ে হেলেনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। হেলেনা ওই এলাকার মৃত আলম গাজির স্ত্রী।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বজ্রপাতে মিনারা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ঝালকাঠি সদর উপজেলার শেকেরহাট গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের স্ত্রী। এছাড়া পোনাবালিয়া গ্রামে গরু আনতে গিয়ে ঈশানা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করে আকাশে কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও দমকা বাতাস বইতে শুরু করে। সেই সঙ্গে ঘনঘন বজ্রপাত হয়। ঘণ্টাব্যাপী ঝড়ের তাণ্ডবে ঝালকাঠি জেলার চার উপজেলায় শতাধিক বসতঘর ভেঙে পড়েছে। এ সময় গাছপালারও ব্যাপক ক্ষতি হয়েছে।

সারাবাংলা/ইআ

ঝালকাঠি টপ নিউজ বজ্রপাত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর