ব্রাইটনকে উড়িয়ে শীর্ষে ফিরল আর্সেনাল
৭ এপ্রিল ২০২৪ ০৯:২৬ | আপডেট: ৭ এপ্রিল ২০২৪ ১১:৫৯
ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান এই মৌসুমে হয়ে উঠেছে ‘মিউজিক্যাল চেয়ার’। শীর্ষে থাকার জন্য ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের সাথে সমানে সমান লড়াই চালিয়ে যাচ্ছে আর্সেনালও। ৭ ম্যাচ বাকি থাকতে আবারও লিগ জয়ের স্বপ্নের দিকে একধাপ এগিয়ে গেল আর্সেনাল। রাতের ম্যাচে ব্রাইটনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে লিভারপুলকে সরিয়ে আবারও শীর্ষে উঠল গানার্সরা।
আর্সেনালের ম্যাচের আগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে সিটি। তৃতীয় স্থানে নেমে যায় ৬৮ পয়েন্টে থাকা আর্সেনাল। লিভারপুল, সিটিকে পেছনে ফেলে শিরোপা দৌড়ে টিকে থাকতে ব্রাইটনের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আর্সেনালের সামনে।
ব্রাইটনের মাঠে শুরু থেকেই ছিল আর্টেটার দলের দাপট। ইনজুরি থেকে ফেরা সাকার গোলেই এগিয়ে যায় আর্সেনাল। ৩৩ মিনিটে বক্সের ভেতর গ্যাব্রিয়েল হেসুসকে ফাউল করেন ল্যাম্পটি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সাকা। প্রথমার্ধের ঠিক আগে অবশ্য ম্যাচে সমতা আনতে পারত ব্রাইটনও। হুলিও এনসিসোর দুর্দান্ত এক শট বাঁচিয়ে দিয়ে আর্সেনালের লিড ধরে রেখেছেন আর্সেনাল কিপার রায়া।
বিরতির পর লিড বাড়ানোর চেষ্টাটা বেশ জোরেশোরেই করেছে আর্সেনাল। ফলও এসেছে দ্রুতই। ৬৩ মিনিটে জর্জিনহোর বাড়ানো বলে দলের লিড বাড়ান কাই হ্যাভার্টজ। ৮৬ মিনিটে হ্যাভার্টজের দারুণ এক পাসেই বল জালে জড়িয়ে আর্সেনালের জয় নিশ্চিত করেন ট্রোসা। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।
এই জয়ে ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরল আর্সেনাল। ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে লিভারপুল। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
সারাবাংলা/এফএম