Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে নিখোঁজের একদিন পর শিশুর মরদহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৪ ১৬:০২

নাটোর: নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের একদিন পর ইউএনও কার্যালয়ের পিছনের পুকুর থেকে ওবায়দুল্লাহ নামে ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ এপ্রিল) সকালে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পিছনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশু ওবায়দুল্লাহ উপজেলার খামার নাচকৈড় মহল্লার মো. আব্দুল্লাহর ছেলে। স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন জানান, শুক্রবার বিকেলে শিশু ওবায়দুল্লাহ খেলা করার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে শিশুটির খোঁজ পাওয়া যায়নি। পরদিন শনিবার সকালে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পিছনের পুকুর স্থানীয়রা শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশ খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে হয়তো পুকুরে পড়ে গেছে।

সারাবাংলা/ইআ

নাটোর শিশুর মরদহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর