Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিম্মি নাবিক সাইদুজ্জামানের সঙ্গে কথা হচ্ছে পরিবারের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৪ ০৯:৩২ | আপডেট: ৬ এপ্রিল ২০২৪ ১৩:০৩

ইঞ্জিনিয়ার এ এস এম সাইদুজ্জামান

নওগাঁ: সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর প্রধান প্রকৌশলী এ এস এম সাইদুজ্জামানের সঙ্গে তার পরিবারের যোগাযোগ হচ্ছে। দস্যুরা আটকদের সঙ্গে বেশ নমনীয় ব্যবহার করছে। তবে ঈদের আগে তারা ঘরে ফিরলে সবাই খুশি হবেন বলে জানিয়েছে সাইদুজ্জামানের পরিবার।

শুক্রবার (৫ এপ্রিল) সাইদুজ্জামানের পিতা সাবেক অধ্যক্ষ আবদুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেন। তাদের বাড়ি নওগাঁ শহরের দুবলহাটি রোড এলাকায়।

বিজ্ঞাপন

আবদুল কাইয়ুম বলেন, ‘গতকালও (বৃহস্পতিবার) ছেলের সঙ্গে কথা হয়েছে। সেখানে দস্যুরা তাদের সঙ্গে বেশ নমনীয় ব্যবহার করছে। কম্পানি থেকে জিম্মি জাহাজে ২০টা দুম্বা দেওয়া হয়েছে। তবে ১০টা জিম্মিরা রেখে দিয়েছে। আর বাকি ১০টা নাবিকদের আহারের জন্য দেওয়া হয়েছে বলে জানিয়েছে সাইদুজ্জামান। সরকারের পদক্ষেপ গ্রহণে তারা বেশ খুশি। তবে ঈদের আগে সন্তান ঘরে ফিরে আসলে পরিবারের সবাই খুশি হতো।’

সাইদুজ্জামানের স্ত্রী মান্না তাহরিন শতধা বলেন, ‘আমার স্বামীর সঙ্গে কথা হচ্ছে। সুস্থ্যভাবে সে যেন ঘরে ফিরে আসে এমনটাই প্রত্যাশা করছি।’

নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) গোলাম মওলা বলেন, ‘সরকারের সংশ্লিষ্ট দফতর জিম্মি নাবিকদের ফিরিয়ে আনতে সব ধরনের কাজ করে যাচ্ছে।’

প্রসঙ্গত, এমভি আবদুল্লাহ নামে জাহাজটি চট্টগ্রামের কেএসআরএম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মালিকানাধীন। গত ১২ মার্চ (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। ওই জাহাজের ২৩ নাবিককে জিম্মি করা হয়। এর মধ্যে নওগাঁর এ এস এম সাইদুজ্জামানও রয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

সারাবাংলা/এনএস

এ এস এম সাইদুজ্জামান জলদস্যু জাহাজ এমভি আব্দুল্লাহ টপ নিউজ নওগাঁ সোমালিয়ার জলদস্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর