বাঁশখালীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৪ ১৯:১৩ | আপডেট: ৫ এপ্রিল ২০২৪ ২২:২১
৫ এপ্রিল ২০২৪ ১৯:১৩ | আপডেট: ৫ এপ্রিল ২০২৪ ২২:২১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) সকালে উপজেলার শীলকুপ ইউনিয়নের ৬ নম্বর মাইজপাড়া ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত তিন শিশু হলো- মরিয়ম আক্তার (৫), ওয়াজিফা (৬) এবং তাহসিন (৬)।
স্থানীয় লোকজন জানান, মৃত তিন শিশু প্রতিবেশি তিন ব্যক্তির মেয়ে। সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে তাদের ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে মরিয়মকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধারের সময় আরও দু’জনকে পাওয়া যায়। তিনজনকে বাঁশখালী উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাঁশখালী উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আছরার উদ্দিন ফয়েজ সারাবাংলাকে বলেন, ‘হাসপাতালে পৌঁছানোর আগেই তিন শিশুর মৃত্যু হয়।’
সারাবাংলা/আরডি/এনইউ