Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুমা ও থানচিতে পুলিশের ৬ মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৪ ১৬:০২ | আপডেট: ৫ এপ্রিল ২০২৪ ১৮:২৪

বান্দরবান: বান্দরবানের রুমা ও থানচিতে তিনটি ব্যাংকে ডাকাতি, পুলিশ ও আনসারের অস্ত্র লুট, থানায় হামলা ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় ছয়টি মামলা করেছে পুলিশ।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে দুপুর ২টা ৩০ মিনিটে থানচি থানা পরিদর্শন শেষে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) সঞ্জয় সরকার সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে, মঙ্গলবার (২ এপ্রিল) পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী রাত সাড়ে ৯টার দিকে এসে রুমা ইউএনও অফিসসংলগ্ন মসজিদ ও ব্যাংক ঘেরাও করে। পরে তারা সোনালী ব্যাংকের টাকাসহ ডিউটিরত পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। পরে তারা যাওয়ার সময় রুমা সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে।

পরের দিন বুধবার (৩ এপ্রিল) থানচি উপজেলা শহরের সোনালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি হয়।

রুমার ঘটনার পরপর যৌথ অভিযান চালিয়ে রুমা উপজেলার সোনালী ব্যাংক শাখার অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে র‌্যাব ও সেনাবাহিনী। পরে শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১টায় পার্বত‌্য জেলা প‌রিষদ মিলনায়ত‌নে সংবাদ সম্মেলন করা হয়।

সেখানে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, যৌথ অভিযানের মূল টার্গেট ছিল রুমা উপজেলায় সোনালী ব্যাংক শাখার অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা। আমরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধা করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি। এখন আমাদের আর কোনো পিছুটান নেই এবার সাঁড়াশি অভিযান চলবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

টপ নিউজ থানচি পুলিশ মামলা রুমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর