Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজও ঢাকার বায়ু সবার জন্য অস্বাস্থ্যকর

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৪ ১৫:২৭

বায়ু দূষণ [ফাইল ছবি]

ঢাকা: গত সপ্তাহে দেখা যায় পুরো সপ্তাহজুড়েই অস্বাস্থ্যকর ছিল ঢাকার বায়ু। ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত এটি সেনসিটিভ (সংবেদনশীল) মানুষদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। ৪ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে এটি সবার জন্যই অস্বাস্থ্যকর।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ু দূষণ পরিমাপক সংস্থা আইকিউএয়ার অনুযায়ী, ৩০ মার্চ ১৩৫ একিউআই, ৩১ মার্চ ১০৬ একিউআই, ১ এপ্রিল ১৪৫ একিউআই, ২ এপ্রিল ১৪৭ একিউআই, ৩ এপ্রিল ১৩৯ একিউআই, ৪ এপ্রিল ১৫২ একিউআই।

বিজ্ঞাপন

আর আজ শুক্রবার (৫ এপ্রিল) ঢাকার বায়ু দূষণের পরিমাণ ১৬০ একিউআই। গত শুক্রবার ১৭৪ স্কোর নিয়ে প্রথম অবস্থানে ছিল ঢাকা।

১৬০ স্কোর নিয়ে বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। ১৭০ পয়েন্ট নিয়ে প্রথম অবস্থানে আছে থাইল্যান্ডের চিয়াংমাই, ১৬৫ পয়েন্ট নিয়ে ভারতের কলকাতা দ্বিতীয় আর ১৬০ পয়েন্ট নিয়ে মিশরের কায়রো রয়েছে তৃতীয় অবস্থানে।

আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, ঢাকার বায়ু দূষণের প্রধান উৎস বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণার (পিএম ২ দশমিক ৫)’র উপস্থিতি। আজ ঢাকার বাতাসে পিএম ২ দশমিক ৫ এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মাত্রার চেয়ে ১৪ দশমিক ৬ গুণ বেশি।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

বিজ্ঞাপন

ঢাকার ‘অস্বাস্থ্যকর’ বায়ু ঘরের বাইরে মাস্ক পরার পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। এ ছাড়াও বাইরে গিয়ে ব্যায়াম না করা এবং ঘরের জানালা বন্ধ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

বায়ুদূষণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা যাদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা ব্যক্তি। সংবেদনশীল গোষ্ঠীর প্রতি বিশেষ যত্নবান হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্বব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে যত মানুষ অকালে মারা যায়, তাদের ২০ শতাংশের মৃত্যুর কারণ বায়ু দূষণ। পরিবেশ দূষণের মধ্যে অকাল মৃত্যুর ক্ষেত্রে ঘরে ও বাইরে বায়ু দূষণকে সবচেয়ে বেশি হওয়ার কথা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, অকালমৃত্যুর প্রায় ৫৫ শতাংশের কারণই বায়ু দূষণ। এ কারণে ২০১৯ সালে জিডিপির ক্ষতি হয়েছিল ৮ দশমিক ৩২ শতাংশ।

এ ছাড়া আইকিউএয়ারের ২০২৩ সালের বায়ুদূষণ বিষয়ক বৈশ্বিক প্রতিবেদন অনুযায়ী বায়ুদূষণে গত বছর শীর্ষে ছিল বাংলাদেশ। দ্বিতীয় স্থানে পাকিস্তান। আর রাজধানী শহর হিসেবে ঢাকার স্থান বিশ্বে দ্বিতীয়। শীর্ষে ছিল ভারতের নয়াদিল্লি।

সারাবাংলা/আরএফ/একে

টপ নিউজ ঢাকার মান বায়ু দুষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর