সোনামসজিদ স্থলবন্দর ৭ দিন বন্ধ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৪ ১৫:০৪
৫ এপ্রিল ২০২৪ ১৫:০৪
চাঁপাইনবাবগঞ্জ: পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সাতদিন বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশনে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে সিঅ্যান্ডএফের সভাপতি হারুন অর-রশিদ ও স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মাইনুল ইসলাম জানান, আগামী ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সাতদিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ১৫ এপ্রিল থেকে যথাযথ নিয়মে বন্দরের সব কার্যক্রম চালু হবে।
সারাবাংলা/এনএস