বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
৫ এপ্রিল ২০২৪ ১৪:৩৩ | আপডেট: ৫ এপ্রিল ২০২৪ ১৫:২৮
চাঁপাইনবাবগঞ্জ: ভারতের ভিতরে নিহত সাইফুল ইসলামের নামে এক যুবকের মরদেহ ফেরত দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর আগে সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন তিনি।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে রোকনপুর সীমান্তের শূন্য রেখায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ। নিহত সাইফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বাসিন্দা।
জানা গেছে, উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হন সাইফুল ইসলাম। গত বুধবার (৩ এপ্রিল) তার পরিবার ভারতের অভ্যান্তরে বিএসএফের গুলিতে নিহত হওয়ায় আশঙ্কা প্রকাশ করেছিল। তবে বিজিবির পক্ষ থেকে তখন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি।
নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান জানান, বিজিবি পক্ষ থেকে নিখোঁজ থাকা সাইফুল ইসলামের বিষয়ে গত বুধবার বিএসএফের কাছে জানানো হয়েছিল। পরে বিএসএফ এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তারা বৃহস্পতিবার রাতে মরদেহ হস্তান্তর করেছে।
সারাবাংলা/এনএস