গাজায় অনাহারে ৩১ শিশুর মৃত্যু, নিহত ৩৩ হাজার ছাড়াল
৫ এপ্রিল ২০২৪ ১০:৪৬ | আপডেট: ৭ এপ্রিল ২০২৪ ১২:০৯
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে অনাহারে ও পানিশূন্যতায় ৩১ শিশু মারা গেছে। এছাড়া ইসরাইলের কারাগারে ২০০ অধিক শিশু বন্দি আছে। খবর আলজাজিরা।
শুক্রবার (৫ এপ্রিল) আলজাজিরা প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৩৩ হাজার ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি। এছাড়া হামলায় ৭৫ হাজার ৬৬৮ জন আহত হয়েছেন।
এদিকে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, গাজার এক হাজার শিশু তাদের এক বা উভয় পা হারিয়েছে। এছাড়া অনাহার ও ক্ষুধায় ৩১টি শিশু মারা গেছে।
জাতিসংঘ জানিয়েছে, গাজায় ৫০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। এদিকে বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে, উত্তর গাজার দুই বছরের কম বয়সী ৩০ শতাংশ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা আশ্চর্যজনকভাবে ইসরাইলে হামলা চালায়। এতে করে অন্তত ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়। এছাড়া ২৫৩ জনকে জিম্মি করে। এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় হামলা শুরু করে ইসরাইল। তবে এই হামলায় নিরীহ ফিলিস্তিনিরাই নিহত হচ্ছেন।
সারাবাংলা/এনএস