Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সারতে পেরে খুশি অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
৫ এপ্রিল ২০২৪ ০৯:৫১

ওয়ানডে ও টি-২০ সিরিজের সব ম্যাচ জিতেই দেশে ফিরছে অস্ট্রেলিয়া

এই বছরের শেষভাগে বাংলাদেশের মাটিতেই অনুষ্ঠিত হবে নারী টি-২০ বিশ্বকাপের এবারের আসর। গত এক মাসে সেই বাংলাদেশেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে গেল অস্ট্রেলিয়া। দুই সিরিজের বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর বাড়ি ফেরার আগে অজি অধিনায়ক অ্যালিসা হিলি জানালেন, নাহিদাদের বিপক্ষে এই সিরিজ বিশ্বকাপে দারুণ কাজে দেবে অস্ট্রেলিয়ার।

তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজের ৬টি ম্যাচেই দাপটের সাথে খেলে বাংলাদেশকে হারিয়েছে অস্ট্রেলিয়া। আসছে সেপ্টেম্বরে বিশ্বকাপ খেলতে আবার বাংলাদেশে পা রাখবেন হিলিরা। শেষ টি-২০ ম্যাচের পর অজি অধিনায়ক বলছেন, বিশ্বকাপের প্রস্তুতি খানিকটা সেরে ফেলেছেন তারা, ‘দলের সবাই এই সফর থেকে অনেক কিছু নিয়েছে। এটা সেপ্টেম্বরে বিশ্বকাপের প্রস্তুতিতে দারুণ কাজে দেবে। সিরিজের ফলাফলের চেয়েও বিশ্বকাপের প্রস্তুতিটা আমাদের কাছে বড় ব্যাপার। এজন্য এই সিরিজ থেকে যতটুক নিতে পেরেছি সেটাই আমাদের জন্য লাভজনক।’

বিজ্ঞাপন

মার্চ-এপ্রিলের তীব্র গরমে খেলতে নেমে বেশ নাজেহাল হতে হয়েছে অজিদের। তবে বিশ্বকাপের সময় যে গরমটা আরও বেশি থাকবে সেটাও মনে করিয়ে দিলেন হিলি, ‘আমরা শুনেছি সেপ্টেম্বর-অক্টোবরে গরম আরও বেশি থাকবে। সেটার জন্য আমরা প্রস্তুত। আর আইসিসি ইভেন্টে পিচও এরকম হবে না, পিচে এত স্পিন ধরবে না। আশা করছি উইকেট টুর্নামেন্টজুড়েই স্পোর্টিং থাকবে।’

সিরিজে একটিও ম্যাচ জিততে না পারলেও বাংলাদেশের বোলাররা বেশ কয়েকবারই বিপাকে ফেলেছিল অজিদের। বাংলাদেশের বোলারদের তাই কৃতিত্বটা দিতে ভোলেননি হিলি, ‘বাংলাদেশের বোলাররা আমাদের ব্যাটারদের চ্যালেঞ্জ জানিয়েছে। বিশ্বকাপে তারা কঠিন প্রতিপক্ষ হবে। ঘরের মাঠে অবশ্যই তারা কিছুটা এগিয়ে থাকবে। অনেক শক্তিশালী দেশের বিপক্ষেও তারা দারুণ কিছু করে দেখাতে পারে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

টি-২০ বিশ্বকাপ বাংলাদেশ নারী ক্রিকেট বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর