‘আ.লীগ ছদ্মবেশে একদলীয় শাসন কায়েম করতে চায়’
৪ এপ্রিল ২০২৪ ২২:০৫ | আপডেট: ৫ এপ্রিল ২০২৪ ০০:১৬
ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এখন তাদের কৌশল পরিবর্তন করেছে। এখন তারা ভিন্নভাবে ছদ্মবেশে আবার ওই একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। এই অবৈধ সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, যাদের কোনো ম্যান্ডেট নেই। তাদের যদি ক্ষমতায় আরও থাকতে দেওয়া হয় তাহলে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও জেলা শহরে সাধারণ পাঠাগার চত্বরে আয়োজিত সদর উপজেলা বিএনপি আয়োজিত সদ্য প্রয়াত জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈমুর রহমানের স্মরণ সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, লুটপাট করে বাংলাদেশে সমস্ত অর্থ বিদেশে পাচার করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আপনারা খবরের কাগজে দেখছেন সাবেক পুলিশের আইজি (বেনজির আহমেদ) তিনি ১৭ কোটি টাকার শুধু নিজস্ব সম্পদ তৈরি করেছেন, এরপর আরও সম্পদ আছে হাজার হাজার কোটি টাকার। এভাবে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে দুর্নীতিতে নিম্মজিত করে তারা তাদের যে ইচ্ছে ক্ষমতাকে চিরস্থায়ী করার সেই লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ কখনই চিরস্থায়ীকে সহ্য করে নাই।
তিনি বলেন, আমরা ১৫/১৬ বছর ধরে লড়াই সংগ্রাম করছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমাদের অনেক ভাই শহীদ হয়ে গেছেন, অনেক ভাই নির্যাতিত হয়েছেন, আমাদের অনেকে ভাই গুম হয়েছেন তাদের আর খোঁজ পাওয়া যায়নি। কারো স্বামী, কারো ভাই তারা আর ফিরে আসেনি। আমাদের এই সংগ্রামটা হচ্ছে ন্যায়ের সংগ্রাম, সত্যের সংগ্রাম, আশা আকাঙ্খার সংগ্রাম।
ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে জেলা, উপজেলা ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
সারাবাংলা/এনইউ