রুমায় অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার
৪ এপ্রিল ২০২৪ ২০:১১ | আপডেট: ৪ এপ্রিল ২০২৪ ২২:১১
ঢাকা: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মধ্যস্থতায় অপহৃত সোনালী ব্যাংকের বান্দরবান রুমা শাখার ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এর আগে, মঙ্গলবার (২ এপ্রিল) পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী রাত সাড়ে ৯ টার দিকে এসে রুমা ইউএনও অফিসসংলগ্ন মসজিদ ও ব্যাংক ঘেরাও করে। পরে তারা সোনালী ব্যাংকের টাকাসহ ডিউটিরত পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। এমনকি তারা যাওয়ার সময় রুমা সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে।
রুমা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান বলেন, ‘পাহাড়ি সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীদের হামলা, অস্ত্র লুট, ব্যাংকের ম্যানেজারকে অপহরণের ঘটনায় এখনো থানায় কোনো মামলা করা হয়নি।’
আরও পড়ুন
- রুমার সোনালী ব্যাংকের ভল্ট অক্ষত, লুট হয়নি টাকা
- রুমার সোনালী ব্যাংকের ম্যানেজারকে উদ্ধারে চেষ্টা চলছে
- এবার থানচিতে দিনদুপুরে ২ ব্যাংক লুট, বাজারে ফাঁকা গুলি
- রুমায় সোনালী ব্যাংকের কোটি টাকা লুট, ম্যানেজারকে অপহরণ
সারাবাংলা/ইউজে/পিটিএম