Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইচ্ছাকৃত খেলাপি না হলে ঋণসুবিধা পাওয়া যাবে

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৪ ২০:১০

ঢাকা: ব্যাংকিং সেক্টরে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা। যার মধ্যে বেশিরভাগই ইচ্ছাকৃত। এর মধ্যেও সবাই আবার ইচ্ছাকৃত নয়, কিছু আছে অনিচ্ছাকৃত খেলাপি। নানান সংকটে খেলাপি হয়েছে অনেক প্রতিষ্ঠান। এবার অনিচ্ছাকৃত খেলাপি প্রতিষ্ঠান বা কোম্পানিকে এগিয়ে নিতে ঋণ সুবিধার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে এ ধরনের প্রতিষ্ঠান বা কোম্পানিকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন সাপেক্ষে ঋণসুবিধা দেওয়া যাবে।

বিজ্ঞাপন

বুধবার (৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক কোম্পানি আইনের ধারা ২৭ কক (৩) অনুযায়ী, কোনো খেলাপি ঋণগ্রহীতার অনুকূলে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোনোরূপ ঋণসুবিধা প্রদান করবে না মর্মে উল্লেখ রয়েছে। একই আইনের ৫ (গগ) ধারার বিধান অনুসারে পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট গ্রুপভুক্ত কোনো খেলাপি ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা না হয় এবং বাংলাদেশ ব্যাংকের নিকট ওই ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার ক্ষেত্রে কারণ যুক্তিসঙ্গত মনে হয় তাহলে ওই ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি খেলাপি হওয়ার কারণে গ্রুপের অন্য কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি খেলাপি বলে গণ্য হবে না। ওইসব প্রতিষ্ঠান বা কোম্পানিকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন সাপেক্ষে ঋণ সুবিধা প্রদান করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়, ঋণগ্রহীতা খেলাপি হিসেবে চিহ্নিত হলে ওই খেলাপি ঋণগ্রহীতার অনুকূলে কোনো ঋণসুবিধা প্রদান করা যাবে না। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক গ্রুপভুক্ত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানিকে চূড়ান্তভাবে ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা হিসেবে তালিকাভুক্ত করার পর ওই তালিকাভুক্তির বিরুদ্ধে ঋণগ্রহীতা বাংলাদেশ ব্যাংকের নিকট আপিল করলে ওই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নিকট প্রতিষ্ঠানটির অনুকুলে ঋণ প্রদানের আবেদন করা যাবে না।

সারাবাংলা/জিএস/একে

ঋণখেলাপি টপ নিউজ বাংলাদেশ

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর