Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৪ ১৫:৪৬

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজার ও বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে ইব্রাহিম হোসেন (১০) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার শ্রীবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে ইমরান খান (৩০)।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, আজ সকাল ১১টার দিকে বিষ্ণুপুর হাই স্কুলের সামনে শিশু ইব্রাহিম দৌড়ে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ইমরান সকাল সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলযোগে দর্শনা যাওয়ার পথে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা সড়কের ওপর ছিঁটকে পড়ে। ওই সময় দ্রুতগতির একটি ট্রাক্টর তাদের ওপর দিয়ে চলে যায়।

এ সময় ইমরানকে স্থানীয়দের সহযোগীতায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আহত অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল কাদের রাজাকে (৪৫) চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান ওসি।

সারাবাংলা/ইআ

চুয়াডাঙ্গা টপ নিউজ নিহত ২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর