Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদের অজুখানা থেকে নবজাতক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৪ ১৪:৩১ | আপডেট: ৪ এপ্রিল ২০২৪ ১৪:৩৩

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে একটি মসজিদের অজুখানা থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাসুরচর গ্রামের মসজিদ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে মসজিদের অজুখানায় নবজাতকটিকে কেউ রেখে যায়। পরে তার কান্না শুনে স্থানীয়রা সেখানে গিয়ে দেখেন নবজাতক পড়ে রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা হোসেনপুর থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে ওই নবজাতককে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু বিষয়টি নিশ্চিত করে জানান, নবজাতকটিকে হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে ও খাবারের জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে।

সারাবাংলা/ইআ

কিশোরগঞ্জ টপ নিউজ নবজাতক উদ্ধার

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর